Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ


৭ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৫ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ০৬:০৮

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডিতে নতুন আরও দু’জন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সদ্য নিয়োগ পাওয়া দুই সহকারী প্রক্টর হলেন— ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম সরোয়ার আলম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মু. আরিফুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সদ্য নিয়োগ পাওয়া নতুন এই দু’জন সহকারী প্রক্টর তাদের দায়িত্বভার গ্রহণ করছেন। প্রশাসন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পদে তারা দায়িত্ব পালন করবেন। নতুন দুই সহকারী প্রক্টরসহ বর্তমানে মোট ১২ জন সহকারী প্রক্টর রাবিতে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি সহকারী প্রক্টর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর