টাইফুন হাইশেন: জাপান অতিক্রম করে কোরিয়ার পথে
৭ সেপ্টেম্বর ২০২০ ১০:৪৫
কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই জাপানের দক্ষিণাঞ্চল অতিক্রম করে টাইফুন হাইশেন এখন কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। খবর রয়টার্স।
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘণ্টায় ১৪৪ কিলোমিটার গতিবেগ নিয়ে টাইফুন হাইশেন দেশটির উত্তরাঞ্চলীয় দ্বিতীয় বৃহত্তম নগরী বুসানের দিকে ধাবিত হচ্ছে।
এদিকে, টাইফুন হাইশেনের কারণে সৃষ্ট ঝড়ো হাওয়ায় কোরিয় উপদ্বীপের প্রায় পাঁচ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়াও, টাইফুনে প্রভাবে দেশটিতে ৪৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্তত এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ১০ এয়ারপোর্টের তিন শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ আছে ট্রেন ও বাস সার্ভিস।
এর আগে জাপানের এনএইচকে চ্যানেল জানিয়েছে, দেশটির কিয়োশু অঞ্চলে প্রায় চার লাখ ৪০ হাজার পরিবার টাইফুন হাইশেনের প্রভাবে বিদ্যুৎহীন অবস্থায় দিনাতিপাত করছে। এছাড়াও, টাইফুনের আঘাতে অন্তত ৩২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, টাইফুন হাইশেন উত্তর কোরিয়াতে আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদরা। এমনিতেই দেশটির কৃষিখাত চরম বিপর্যয়ের মুখোমুখি। তারমধ্যে, এই টাইফুন আঘাত হানলে উত্তর কোরিয়াতে গভীর খাদ্য সংকট সৃষ্টি হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।