গণপূর্তের প্রধান প্রকৌশলী আশরাফুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৪
ঢাকা: সম্পদের নোটিশ জারির পর গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক সাইদুজ্জামানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে সম্প্রতি নিয়োগ দিয়েছে কমিশন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের নির্ভরশীল সূত্র সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও তার স্ত্রী সাবিনা আলমের সম্পদের হিসাব চেয়ে এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তখন নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে তাদের সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়।
গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বঙ্গভবন-পিএমও-তেও!
নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজেদের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে
এরপর দুদকের সহকারী পরিচালক মেফতাহুল জান্নাত প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদের তথ্য পেয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করে। তখন কমিশন আশরাফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়। ফলে যেকোন মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হতে পারে গণপূর্তের এই কর্মকর্তাকে।
এর আগে, গত বছরের ৩১ ডিসেম্বর গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম।
সারাবাংলা/ইউজে/এসজে/এমও