চট্টগ্রাম বন্দরে ফিলিপাইনের নাবিকের মৃত্যু
৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে জাহাজে কাজ করার সময় অসতর্কতাবশত পড়ে গিয়ে এক বিদেশি নাবিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌঁনে ১২টার দিকে ফিলিপাইনের পতাকাবাহী এমভি তালিয়া এইচ নামে একটি জাজাজে এই দুর্ঘটনা ঘটেছে, বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।
দুর্ঘটনায় নিহত জোয়েল ডি ব্রেন্ডা (৩৫) ফিলিপাইনের নাগরিক।
বন্দরের সচিব ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘জাহাজটি চার নম্বর জেটিতে ছিল। এর একেবারে ওপরে দিকে কাজ করছিলেন ফিলিপাইনের এক নাবিক। হঠাৎ পা পিছলে তিনি নিচে জাহাজের ভেতরেই পড়ে যান বলে আমরা জানতে পেরেছি। আহত অবস্থায় তাকে প্রথমে বন্দর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জাহাজের মালিকপক্ষের স্থানীয় প্রতিনিধির সিদ্ধান্ত অনুসারে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান সচিব।