Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা আদায়ে ড্রাগন সোয়েটারের কর্মচারীদের লাগাতার কর্মসূচি 


৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:০১

ঢাকা: প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট ও অর্জিত ছুটির টাকাসহ সকল আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে শ্রম ভবনের সামনে আবারও লাগাতার কর্মসূচি পালন করছে ড্রাগন সোয়েটারের শ্রমিক কর্মচারীরা। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশানে অবস্থিত ড্রাগন সোয়েটারের মালিক মোস্তফা গোলাম কুদ্দুসের বাড়ি ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। পরে তারা আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নেয়। সেখান থেকে তারা দ্রুত পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন। মালিকবিরোধী প্রতিবাদী বিভিন্ন স্লোগানসহ তারা ঝাড়ু প্রদর্শন করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে৷ ড্রাগন ও ইম্পেরিয়াল সোয়েটার কারখানার শ্রমিক কর্মচারী বৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। বেলা ১২ টার দিকে তারা শ্রম ভবনের সামনে অবস্থান নেন। সাড়ে ১২ টার দিকে মিছিল নিয়ে গুলশান অভিমুখে রওনা হলে পুলিশ বাধা দেয়। এসময় শ্রমিকরা শ্রম ভবনের সামনের রাস্তায় বসে পড়েন। পরে আবারও তারা শ্রম ভবনের সামনে অবস্থান নেন।

শ্রমিকরা জানিয়েছেন, করোনা মহামারির সুযোগ কাজে লাগিয়ে ঢাকার মালিবাগে অবস্থিত ড্রাগন সোয়েটার কারখানার শ্রমিকদের জমাকৃত প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটির টাকাসহ সকল আইনানুগ পাওনা বঞ্চিত করে চাকরিচ্যুত করা হয়েছে। শ্রমিকরা মাসের পর মাস দায়িত্বশীল  সরকারি দফতরে ধর্ণা দিয়েও কোন সমাধান পায়নি। পরে ৩১ আগস্ট থেকে শ্রম ভবনের সামনে লাগাতার কর্মসূচি পালন করে শ্রমিকরা।

এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর শ্রম মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়। কোন সিদ্ধান্ত ছাড়া সভা শেষ হওয়ার পরে কয়েকদিন অতিবাহিত হলেও শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর কোন সুনির্দিষ্ট বক্তব্য দেওয়ায় ব্যর্থ হওয়ায় শ্রমিকরা আবার লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছে।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, ড্রাগন শ্রমিক-কর্মচারী সংগ্রাম কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, গার্মেন্ট টিইউসির প্রাক্তন সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, ড্রাগনের শ্রমিক হাসান, আব্দুল কুদ্দুস, রেজাউল করিমসহ আরও  প্রায় শ’খানেক গার্মেন্টস শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন।

ড্রাগন সোয়েটার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর