Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল টাকা উদ্ধার: সাহেদের মামলার প্রতিবেদন ১৫ অক্টোবর


৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৫ অক্টোবর দিন ঠিক করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এসময় মামলাটির তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য প্রতিবেদেন দাখিলের জন্য সময়ের প্রার্থনা করেন এ তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। ওইদিনই রাজধানীর উত্তরার-১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্লাটে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় র‍্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

জাল টাকা মো. সাহেদ রিজেন্ট হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর