Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির কথা বলে প্রতারণা, গ্রেফতার ৫ প্রতারক


৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৬

ঢাকা: চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়েছে একটি চক্র। এমন অভিযোগের সত্যতা পেয়ে চক্রটির ৫ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চাকরিপ্রত্যাশী অসহায় সাধারণ মানুষদেরকে একটি কোম্পানির ভুয়া ওয়ার্ক অর্ডার দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল গ্রেফতারকৃতরা। তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগ আমলে নিয়ে রাজধানীর বনানীর ২৭ নম্বর রোডের এ ব্লকের ৪৫ নম্বর ভবনের ষষ্ঠ তলায় এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।’

গ্রেফতারকৃতরা হলেন- গোলাম মাজেদ (৫০), নারায়ণ সরকার (৩৫), মো. মেহেদী (১৯), মো. ইমতিয়াজ (৩১) ও মো. এনায়েত উল্লাহ (৪০)। এসময় তাদের কাছ থেকে একাধিক ভুয়া নিয়োগপত্র এবং প্রার্থীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন ব্যাংকের চেক, বিভিন্ন ভুয়া মেডিক্যাল সনদপত্র, ভুয়া ডাক্তারের সিলমোহর, প্রার্থীদের আবেদনপত্র ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে লোক নিয়োগের ভুয়া ওয়ার্ক অর্ডার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে এএসপি জিসানুল হক বলেন, ‘তারা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাজের জন্য নিয়োগ দেওয়ার নামে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চাকুরি প্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু টাকা নিয়ে যখন নানা টালবাহানা করে ভুক্তভোগীদের কাজ বুঝিয়ে দিচ্ছে না তখনই ভুক্তভোগীরা এ বিষয়ে অভিযোগ জানায়।’

বিজ্ঞাপন

অভিযোগ তদন্ত করে দেখা যায় এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামের একটি প্রতিষ্ঠানের মালিক আশরাফ খান ওরফে সুলতান মাহমুদের নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। কিন্তু অভিযানে চক্রের মূল হোতাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে বনানী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে মূল হোতা আশরাফসহ চক্রের বাকি সদস্যদেরকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গ্রেফতার চাকরি প্রতারক চক্র সিআইডি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর