Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধার সাঘাটায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৬

ফাইল ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে স্বামী জামিরুল ইসলাম ও স্ত্রী রুমী বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাঘাটা মুক্তিনগর ইউনিয়নের ধনারুহা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল রাতে জামিরুল ইসলাম ও রুমী বেগমের মধ্যে কথার কাটাকাটি হয়। এর জের ধরেই হয়তো স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে স্বামীও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে দরজা বন্ধ দেখায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পুলিশ এসে তাদের দু’জনের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পরে জানানো যাবে।

গাইবান্ধা সাঘাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর