Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে বিস্ফোরণ: দগ্ধ ১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র


৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:০১

ঢাকা: নারায়ণগঞ্জের তল্লারবাগ মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে এই প্রথম মো. মামুন (৩০) নামে একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিস্ফোরণে তার শরীরের ১২ শতাংশ পুড়ে যায় ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ওই ব্যক্তিকে ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

তিনি বলেন, ‘বিস্ফোরণে মামুনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়। তবে তার শ্বাসনালী পোড়েনি। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এক সপ্তাহ পর আবার ফলোআপ চিকিৎসার জন্য তাকে আসতে বলা হয়েছে। এছাড়া কোনো সমস্যা দেখা দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।’

ডা. পার্থ বলেন, ‘বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনকে এখানে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ২৭ জন মারা গেছেন। আর এই প্রথম এক রোগীকে ছাড়া হলো। বাকি নয়জন এখনও আইসিইউ ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ছাড়পত্র পাওয়া দগ্ধ মামুন বলেন, ‘আমি সুস্থ হয়ে বাসায় যচ্ছি। খুব ভালো লাগছে। ভাবতে পারিনি বাসায় ফিরতে পারব। শুনেছি ২৭ জন মারা গেছেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

মামুনের স্ত্রী রুবি বেগম বলেন, ‘ভাবতে পারিনি স্বামীকে নিয়ে বাসায় ফিরতে পারব। ২৭ জন মারা গেছেন। আমার সামনেই অনেকে মারা গেছেন। খুবই চিন্তা হচ্ছিল।’

রুবি বেগম জানান, ছয় বছর আগে তাদের বিয়ে হয়। কোনো সন্তান নেই তাদের। স্বামীকে নিয়ে পশ্চিম তল্লাতে থাকেন। দুজনেই পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়।

ছাড়পত্র মসজিদে বিস্ফোরণ সুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর