Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যানসহ দুইজন


৭ সেপ্টেম্বর ২০২০ ২০:৩১

শেরপুর: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ফর্সাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। একই অভিযোগে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল এনাম চাঁন ও (৭, ৮, ৯) নং ওয়ার্ডের নারী সদস্য রহিমা বেওয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ইউএনও জানান, স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তারা এ নির্দেশ পেয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, চেয়ারম্যান মো. আইয়ুব আলী ফর্সার বিরুদ্ধে পরস্পর যোগসাজসে ভিজিডি’র ১২৪টি কার্ডের বিপরীতে উত্তোলিত চাল দীর্ঘ ১৮ মাস ধরে আত্মসাত করেছেন। আরও বলা হয়েছে, প্রকৃত কার্ডধারীদের মধ্যে ভিজিডি’র চাল বিতরণ না করে টাকার বিনিময়ে স্বচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড প্রদান করেন। অনৈতিকভাবে জি আর চাল বিতরণের কপিকে ভিজিডি কার্ড গ্রহণের রিসিভ কপি বলে ব্যবহারের অপচেষ্টার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। এসব কারণে স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৩৪ উপধারা (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী ফর্সা বলেন, ‘আমি চিঠি পেয়েছি। স্থানীয় কিছু অসৎ লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ কাজ করিয়েছে। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, ‘চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি এবং মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ইতোমধ্যে তা কার্যকর হয়েছে।’

ইউপি চেয়ারম্যান বরখাস্ত শেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর