Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন


৭ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৪

ঢাকা: পরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ১৮মাস পেরিয়ে গেলেও এখনো কোনো তদন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তাই তদন্ত রিপোর্ট ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনরা।

সোমবার (৭ সেপ্টম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে তারা এই মানববন্ধন করেন।

চুড়িহাট্টায় নিহত ওয়াসি উদ্দিন মাহিরের ছোটভাই মো. আশিক উদ্দিন সৈনিক বলেন, ‘আমাদের মানববন্ধনের মূল দাবি হলো চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো তদন্ত রিপোর্ট পাইনি। দায়ি কোনো ব্যাক্তির শাস্তিও হয়নি এখনো। একই রকম ঘটনার পুনরাবৃত্তি নারায়ণগঞ্জের বিস্ফোরণ। এই ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত ও বিচার হয় সেই দাবি আমাদের।’

অগ্নিকাণ্ডে বাবা হারানো আজিজুল হাকিম বলেন, ‘১৮ মাস হলো বাবাকে হারিয়েছি। কিন্তু কোনো সুষ্ঠু বিচার পাইনি। নারায়নগঞ্জে একই ঘটনা ঘটেছে। আমরা চাই ক্ষতিগ্রস্তদের পরিবার সুষ্ঠু বিচার পাক। আমরা এই ঘটনায় কাউকে টাকা দিয়ে সহায়তা করতে পারবো না, তবে রক্ত দিয়ে হলেও তাদের সাহায্য করবো। এজন্যই আমাদের এই সংস্থার নাম দিয়েছি ‘চকবাজার অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থা’। নারায়ণগঞ্জের ঘটনায় আহত নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো জন্য আমরা এই মানববন্ধন করছি।’

মানববন্ধনে অংশ নিয়ে ইতি আক্তার বলেন, ‘স্বামী-সস্তান সবাইকে হারিয়ে আমি আজ নিঃস্ব। আমরা এখনো সেই ঘটনার কোনো বিচার পাচ্ছি না। শান্ত্বনা হিসেবে আমাদের ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের একজন করে সদস্যকে দক্ষিণ সিটি করপোরেশনে মাস্টার রোলে পরিচ্ছন্নতা কর্মীর চাকরি দিয়েছে। আর কোনো ক্ষতিপূরণ দেয়নি কেউ।’

চুড়িহাট্টায়


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর