নারায়ণগঞ্জ: মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার তত্ত্বাবধানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইছাখালী এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় বস্ত্র ও পাটমন্ত্রীর এপিএস মনিরুজ্জামান নাফিজ, তারাবো পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, সহসভাপতি শাহ পরান, সহসভাপতি পারভেজ মুক্তাদির, যুগ্নসাধারণ সম্পাদক গাজী আল রাফিসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মুজিববর্ষে পাটমন্ত্রীর নির্দেশনায় রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি