Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না.গঞ্জের মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৮


৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৭

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা বায়তুস সালাত মসজিদে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। আব্দুল হান্নান (৫০) নামের এই ব্যক্তিসহ ওই বিস্ফোরণে এ পর্যন্ত ২৮ জন মারা গেলেন। এর বাইরে দগ্ধ ৩৭ জনের মধ্যে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি আট জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ হান্নান। তিনিও আইসিইউতে ছিলেন। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন তিনি।

আরও পড়ুন- মসজিদে বিস্ফোরণ: বাকি ৯ জনই আইসিইউয়ে, অবস্থা আশঙ্কাজনক

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হান্নান নামে আরও একজন দগ্ধ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু হলো।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ওই বিস্ফোরণ ঘটে। ওই সময় মসজিদে উপস্থিত জনা চল্লিশেক মুসল্লির প্রায় সবাই দগ্ধ হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়।

আরও পড়ুন- নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: প্রথম দিনের গণশুনানিতে ছিলেন ১৮ জন

হান্নানসহ ৩৭ জনের মধ্যে ২৮ জন মারা গেলেন। এর আগে যারা মারা গেছেন তারে মধ্যে আছেন— মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), পোশাককর্মী ইব্রাহিম বিশ্বাস (৪৩), মুন্সীগঞ্জের কুদ্দুস বেপারি (৭২), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), পটুয়াখালীর পোশাককর্মী রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), পটুয়াখালীর রাঙ্গাবালীর জামাল আবেদিন (৪০), চাঁদপুরের মোস্তফা কামাল (৩৪), কলেজ শিক্ষার্থী রিফাত (১৮), চাঁদপুরের মাইনউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), লালমনিরহাটের গার্মেন্টস কর্মী নয়ন (২৭), নিজাম (৩৪), নারায়ণগঞ্জের রাসেল (৩৪), খুলনার কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুয়েল (৭), বাহার উদ্দিন (৫৫), নাদিম (৪৫), শরীয়তপুরের নড়িয়ায় ইমরান (৩৭),  জুলহাস (৩৫) ও শামীম (৪৫)।

বিজ্ঞাপন

বাকিদের মধ্যে বর্তমানে যারা আইসিইউয়ে আছেন তারা হলেন— মো. ফরিদ (৫০ শতাংশ দগ্ধ), শেখ ফরিদ (৯৩ শতাংশ দগ্ধ), মো. কেনান (৩০ শতাংশ দগ্ধ), নজরুল ইসলাম (৯৪ শতাংশ দগ্ধ), রিফাত ওরফে সিফাত (২২ শতাংশ দগ্ধ), আব্দুল আজিজ (৪৬ শতাংশ দগ্ধ), আমজাদ হোসেন (২৫ শতাংশ দগ্ধ) ও আব্দুস সাত্তার (৭০ শতাংশ দগ্ধ)। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ বায়তুস সালাত মসজিদ মসজিদে বিস্ফোরণ মৃত বেড়ে ২৮ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর