Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা


৯ সেপ্টেম্বর ২০২০ ১০:৪২ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সুরেশ কান্তি চাকমা (৬৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (৮ সেপ্টম্বর) রাতে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবারবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার রাতে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবারবাগান এলাকায় সমাজকল্যাণ যাত্রী ছাউনির পাশে নিজের চায়ের দোকানে বসা অবস্থায় একদল সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। এছাড়া কারা এই ঘটনা ঘটাতে পারে সেই সম্পর্কেও কিছু জানাতে পারেননি পুলিশ।

বিজ্ঞাপন

ওসি সাব্বির হোসেন বলেন, ‘আমরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।’

এদিকে স্থানীয় একাধিক সূত্র বলছে, ঘিলাছড়ি ইউনিয়নে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাংগঠনিক তৎপরতা রয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে ইউপিডিএফের যোগসূত্র থাকতে বলে ধারণা করা হচ্ছে।

গুলি রাঙ্গামাটি হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর