Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমান উত্তরাধিকারের দাবিতে রাজপথে তিউনিশিয়ান নারীরা


১১ মার্চ ২০১৮ ১১:৫৩

সারাবাংলা ডেস্ক

উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষের সমান ভাগের দাবিতে পথে নেমেছে তিউনিশিয়ার নারীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার দেশটির রাজধানী তুনিসে শতাধিক নারী ও পুরুষ নেমে এসে এই দাবিতে সমাবেশ করে।

“আমরা শুধু আমাদের অধিকার চাই” প্ল্যাকার্ড হাতে সমাবেশকারীরা পার্লামেন্ট ভবনের দিকে যান।

সফল উত্তর আফ্রিকার ‘আরব বসন্ত’ সফল হওয়া এ দেশটিতে নারীরা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি স্বাধীন। গত বছর নারীদের অন্য ধর্মের পুরুষদের বিয়ে করার অনুমতিও দেওয়া হয়েছে। তবে, ইসলামের শরিয়া আইন অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তিতে একজন নারী পুরুষের অর্ধেক পেয়ে থাকেন।

সমাবেশে যোগ দেওয়া একজন বিক্ষোভকারী নারী কাওথার বুলিলা বলেন, ‘তিউনিশিয়ায় নারীরা অন্য আরব দেশগুলোর তুলনায় বেশি অধিকার ভোগ করে এটা সত্য, তবে আমরা চাই আমাদের তুলনা ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গে করা হোক’

নারীদের পাশাপাশি অনেক পুরুষও এই সমাবেশে যোগ দেন। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, একটা সভ্য সমাজে তুমি (নারী) তাই পাবে যা আমি (পুরুষ) পাবো। নারীদের মতো তারাও উত্তরাধিকার সম্পত্তিতে ইসলামের বিধানের অবসান চায়।

আরবে যখন একের পর এক একনায়কতন্ত্রের অবসান হয় তখন ২০১১ সালে রাজনৈতিক আন্দোলনে তিউনিশিয়াতেও একনায়ক জিনে এল আবিদিন বেন আলি ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে দেশটিতে সেকুলার রাজনীতি চলছে।

দেশটির প্রেসিডেন্ট বেজি কাইদি এসবসি গত অগাস্টে নারীদের অধিকার এগিয়ে নেওয়ার লক্ষে খসড়া প্রস্তাব পেশ করতে একটি কমিটি গঠন করেন।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর