Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনামূল্যে বিতরণের সরকারী বই মিলল লাইব্রেরির গুদামে, আটক ১


১১ মার্চ ২০১৮ ১০:২৩

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম: বিনামূল্যে বিতরণের সরকারী পাঠ্যবই পাওয়া গেছে নগরীর পতেঙ্গায় একটি লাইব্রেরির গুদামে। পুলিশ ওই গুদামে অভিযান চালিয়ে সরকারীভাবে প্রকাশিত ও গাইডসহ প্রায় ৬০ লাখ টাকার বই উদ্ধার করেছে।

শনিবার (১০ মার্চ) গভীর রাতে পতেঙ্গা থানার মধ্য স্টিলমিল বাজারে ছাত্রবন্ধু লাইব্রেরির গুদামে অভিযান চালায় পুলিশ। লাইব্রেরির মালিক কবির হোসেনকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, বিভিন্ন শ্রেণীর বিনামূল্যে বিতরণের বই লাইব্রেরি মালিক অবৈধ পন্থায় সংগ্রহ করে গুদামজাত করেছিল। এটা ফৌজদারি অপরাধ। আমরা প্রায় ৬০ লাখ টাকার বই জব্দ করে মালিককে গ্রেফতার করেছি।

কোন ক্লাসের কতটি বই জব্দ করা হয়েছে, সেটি এখনও হিসাব করা হয়নি বলে ওসি জানিয়েছেন।

তিনি সারাবাংলাকে বলেন, আমাদের ধারণা এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। না হলে বিনামূল্যে বিতরণের এত বই খোলা বাজারে আসার কথা নয়। চক্রের সঙ্গ কারা কারা জড়িত সেটা আমরা তদন্ত করে দেখছি।
অভিযানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পর্যন্ত পাঠ্যবই এবং পাঞ্জেরি, লেকচার, অ্যাডভান্সসহ বিভিন্ন প্রকাশনীর গাইড বই জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় লাইব্রেরির মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর