Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট সীমান্তে পাচারে জব্দ ইলিশ বিতরণ হলো এতিমখানায়


৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৫

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় ২০ কেজি ইলিশ জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। পরে জব্দকৃত মাছগুলো কয়া সীমান্ত এলাকার ৩টি এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মাছগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি।

এ বিষয়ে ২০ বিজিবি কয়া ক্যাম্পের কমান্ডার রবিউল ইসলাম জানান, বাংলাদেশ থেকে ২০ কেজি ইলিশ চোরা পথে ভারতে পাচার হচ্ছে । এমন গোপন সংবাদের ভিত্তিতে কয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইলিশ মাছগুলো উদ্ধার করা হয়। তবে বিজিবির অভিযানের আগে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মাছগুলো এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ক্যাম্পের অতিরিক্ত কমান্ডার ফারুক হোসেনসহ বিজিবির সদস্য ও এতিমখানার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর