ভুয়া সনদে পদোন্নতি, কর অঞ্চলের সহকারীর ৬ বছর জেল
৯ সেপ্টেম্বর ২০২০ ২০:১৭
ঢাকা: এসএসসির সার্টিফিকেট জালিয়াতি করে পদোন্নতি নেওয়ার মামলায় ঢাকার কর অঞ্চল-১৪ এর উচ্চমান সহকারী মো. নুরুল আমিন পাঠানকে ৬ বছর কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, ১৯৮১ সালের ১ এপ্রিল নুরুল আমিন এমএলএসএস পদে যোগদান করেন। যোগদানের সময় তিনি এসএসসি পাস ছিলেন না। কর বিভাগের নিয়োগ বিধি অনুযায়ী এমএলএসএস পদ থেকে নিম্নমান সহকারী পদে পদোন্নতির জন্য ন্যূনতম এসএসসি পাস হতে হবে।
আসামি নিম্নমান সহকারী পদে পদোন্নতির জন্য বাড্ডা আয়াতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পাসের একটি সার্টিফিকেট দাখিল করেন। যার ওপর ভিত্তি করে তাকে ১৯৯২ সালের ৪ আগস্ট বিভাগীয় পদোন্নতি কমিটি তাকে পদোন্নতি দেয়।
২০১২ সালের ২৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তার সনদ যাচাইয়ের জন্য এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রেরণ করেন। যাচাইয়ের পর ওই বছর ৩ অক্টোবর বোর্ড জানায় যে, দাখিলকৃত সনদটি ভুয়া। ২০১২ সালের ১২ এ অভিযোগে নভেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক ফজলুল বারী রমনা থানায় মামলাটি দায়ের করেন।
২০১৩ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্ত শেষে একই কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৭ সালের ২৯ মে মামলাটিতে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
গাজীপুর জেলার গাইবান্ধা থানাধীন হায়দারাবাদ গ্রামের মৃত আস্কর আলীর ছেলে নুরুল আমিন।