Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ


৯ সেপ্টেম্বর ২০২০ ২১:০৭ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ২২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, অদক্ষতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পরিষদের সদস্যরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. মমতাজ উদ্দিন মন্তার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সদস্য মো. আব্দুল খালেক।

এ সময় তাজুল ইসলাম বাবুল, মো. একরাম হোসেন, মো. রুহুল আমীন, মো. আব্দুল্লাহ আল মামুন, এইচ এম খায়রুল বাসার, মো. মোজাম্মেল হক, জোসনারা মুক্তিসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা পরিষদ সদস্যদের অনাস্থা প্রস্তাব স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চেয়ারম্যান ময়মনসিংহ জেলা পরিষদ