গ্যাসের পাইপে ৬ লিকেজ; অবৈধ বিদ্যুৎ লাইনের স্পার্কে বিস্ফোরণ
১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:০২
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বুধবার সন্ধ্যায় তিতাস গ্যাসের তদন্ত কমিটির প্রধান আব্দুল ওহাব তালুকদার জানিয়েছের, মসজিদের চার পাশে মাটি খনন করা হয়েছে। এর মধ্যে উত্তর পাশের একটি পাইপে ৬ টি লিকেজ পাওয়া গেছে।
মসজিদ নির্মাণের সময় একটি পিলারের কলাম লাইনের উপর দিয়েই বসিয়ে ফাউন্ডেশন নির্মাণ করেছে। এতে পাইপ লাইনের রেপিং নষ্ট হয়েছে। পরবর্তীতে পাইপ সরাসরি মাটির সংস্পর্শে এসে ছিদ্র হয়ে গ্যাস লিকেজ করেছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।
তিনি আরো জানান, মসজিদে দুইটি বিদ্যুৎ সংযোগ ছিলো এর মধ্যে একটি অবৈধ সংযোগ। ঘটনার ওই দিন কেউ একজন বিদ্যুতের সুইচ চেপে ধরেন এতে স্পার্ক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে বুধবার থেকে এলাকায় গ্যাস সরবরাহ চালু হয়েছে। ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের পর থেকে এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিলো।
এর আগে তৃতীয় দিনের মতো সকাল থেকে মসজিদের উত্তর পাশ এবং পূর্ব পাশে খনন কাজ শুরু করে তিতাস কর্তৃপক্ষ।
তিতাস তদন্ত কমিটির প্রধান জানান, মসজিদের উত্তর দিকের ৪ নাম্বার কলামের নিচে লিকেজ পাওয়া গেছে। সেই কলামটি বানানোর সময় যে ফাউন্ডেশন তৈরী করা হয়েছিলো, সেই ফাউন্ডেশন আমাদের গ্যাস লাইন ঘিরে আরও ৬ ইঞ্চি রাস্তা দখল করেছে। তারা লাইনের উপর দিয়েই ফাউন্ডেশন নির্মাণ করেছে। এই কাজের সময় আমাদের পাইপ লাইনের রেপিং নষ্ট হয়েছে। পরবর্তীতে পাইপ সরাসরি মাটির সংস্পর্শে এসে ছিদ্র হয়ে গ্যাস লিক করেছে। ফাউন্ডেশনের স্থান ব্যতিত অন্যকোন স্থানে আমরা আমাদের পাইপে কোন লিক বা রেপিং ড্যামেজ পাইনি। পাইপলাইনগুলো ৯০ দশকের বলে জানান তিনি।
মসজিদ কমিটির সভাপতির বরাত দিয়ে আব্দুল ওহাব তালুকদার বলেন, মসজিদে বিদ্যমান দুটি বৈদ্যুতিক লাইনের মধ্যে একটি বৈধ এবং আরেকটি অবৈধ। তারা লোডশেডিং হলে ২য় লাইন দিয়ে সংযোগ দেয়ার জন্য ডিপিডিসির অনুমতি ছাড়াই বৈদ্যুতিক লাইন সংযোগ দিয়েছিল।
মূলত বৈদ্যুতিক লাইন পরিবর্তনের সময় স্পার্ক করে গ্যাসের সংস্পর্শে এই বিস্ফোরণ সংগঠিত হয়েছে।
তিনি জানান, আমাদের ফিজিক্যাল ইনভেস্টিগেশন শেষ। লিখিত প্রতিবেদন আগামিকালের (বৃহস্পতিবার) ভেতর তৈরির চেষ্টা চলছে বলে জানান তিনি।
শুক্রবার এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৮ জন মারা গেছে। ইতোমধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করা হয়েছে।