Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ


১০ সেপ্টেম্বর ২০২০ ০৯:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে তিনটি অবৈধ পলিথিন ব্যাবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যামমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান এবং তার টিমের সহায়তায় শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) লংঘন করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় করার অপরাধে শ্রীমঙ্গল স্টেশন রোডের আরেফিন সিদ্দিকীকে ২০ হাজার টাকা, সুমন রায়কে ৫৫ হাজার টাকা ও মর্ডান স্টোরের মালিক মাসুদ আহমেদকে ১ লাখ টাকাসহ পৃথক তিনটি মামলায় মোট ১ হাজার ৭৫ টাকা নগদ অর্থদণ্ড আদায় করা হয়।

বিজ্ঞাপন

জব্দ পলিথিন শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর