Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে হবে কৃষি বিশ্ববিদ্যালয়, বিল পাস সংসদে


১০ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় পর্যায়ে কৃষি বিজ্ঞানে উন্নত শিক্ষাদানের লক্ষ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ পাস হয়েছে সংসদে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে বিলটি জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধী দলীয় জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, মুজিবুল হক, শামীম হায়দার পাটোয়ারি ও বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ, রুমিন ফারহানা। তবে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়।

বিলের উদ্দেশ্যে ও কারণ সম্পর্কে বলা হয়েছে, উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির আলোকে হবিগঞ্জ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতিকল্পে এবং এ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটর এর মাধ্যমে দেশে ও বিদেশে কৃষি খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতীব জরুরি।

কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ বিল পাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর