Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ভ্যাকসিন কেনায় সজাগ দৃষ্টি রাখার আহ্বান জিএম কাদেরের


১০ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৩

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পথে। যা মানবদেহে প্রয়োগের পূর্বে পরীক্ষার তৃতীয় পর্যায়ে রয়েছে। এই সংবাদে আমরা সকলেই আশ্বস্থ হয়েছি। আরও জানতে পেরেছি, সরকার নয়কোটি ডলারের দুটি প্রকল্পের মাধ্যমে ভ্যাকসিন কেনার প্রস্ততি নিচ্ছে। এই ভ্যাকসিন কেনায় যাতে কেউ কোনো অনিয়মের আশ্রয় নিতে না পারে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে মাত্রাতিরিক্ত দাম আদায় করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জি এম কাদের নবম অধিবেশনে তার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার প্রভাব এখনও বিদ্যমান। কবে পরিত্রাণ পাওয়া যাবে সেটাও অনিশ্চিত। এ বছরের ৮ মার্চ তিনজন করোনা রোগী শনাক্তের মাধ্যমে দেশে করোনার আবির্ভাব ঘোষণা করা হয়। ৭ সেপ্টেম্বর পর্যন্ত সনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন। মোট পরীক্ষা বিবেচনায় সংক্রমণ শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে ১৪তম। ৭ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৫১৬ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় মুত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ। মোট মৃত্যুর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ ২৯তম। করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো পেলে এ রোগের আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ এক কথায় করোনা রোগের প্রাদুর্ভাব কমেনি বা কমতে শুরু করেছে এমন কোনো লক্ষণ বা পরিসংখ্যান বাস্তবে পরিলক্ষিত হচ্ছে না।’

স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সেন্টার্ল মেডিকেল স্টোরেজ ডিপোর (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদউল্লাহ গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে তিনি জনপ্রশাসন সচিব বরাবর ৩০ মে এক চিঠিতে জানিয়ে গেছেন, স্বাস্থ্য খাতের কর্মরত কিছু অসাধু কর্মকর্তা/কর্মচারী ও নির্দিষ্ট ঠিকাদারের নাম। যারা স্বাস্থ্য খাতের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো তদন্ত বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না আমরা জানি না।’

বিজ্ঞাপন

কাদের বলেন, ‘প্রয়াত ব্রিগেডিয়ার শহীদউল্লাহ জানিয়েছেন, সিএমএসডি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য কিছু যন্ত্রপাতি কেনাকাটার বিজ্ঞপ্তি দিয়েছিল। একটি প্রতিষ্ঠান কাজ শেষ করে সাড়ে চারশ’ কোটি টাকা তুলে নিয়ে যাওয়ার পর আবিষ্কার হয় যে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যন্ত্রপাতিই পৌঁছায়নি।’

জিএম কাদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সর্ম্পকে বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রথম ২০০২ সালে অপারেশন ক্লিনহার্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করা হয়েছিল। সে অভিযানের সময় সর্বপ্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়। সেই ধারা আজও চলমান। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এ অবস্থার আবসান ঘটানোই এখন সমাজ ও রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ।’ অবিলম্বে সবধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান তিনি।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে ফিরে ৪ লাখ প্রবাসী নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছে। মহামারির কারনে তারা তাদের কর্মস্থল প্রবাসেও যেতে পারছেন না। ব্রাকের এক জরিপে উঠে এসেছে- ফিরে আসা প্রবাসী কর্মীদের ৯১ শতাংশ সরকারি কোনো সাহায্য-সহযোগিতা পায়নি।’ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাদের জীবনযাপনের ক্ষেত্রে নগদ প্রণোদনা দেওয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন জাপা চেয়ারম্যান।

অনিয়ম করোনার ভ্যাকসিন কৃত্রিম সংকট ক্রয় জাপা চেয়ারম্যান জিএম কাদের সজাগ দৃষ্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর