Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে আরও দুই জনের সাক্ষ্য


১০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৩

ঢাকা: করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা, জাল সনদ দেওয়ার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির দুই শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা ও আরিফুল চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে আরও দুই জন সাক্ষ্য দিয়েছেন।

সাক্ষীরা হলেন- নজরুল ইসলাম ও মো. হাসান। এ নিয়ে মামলাটিতে তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে এ সাক্ষীরা সাক্ষ্য দেন। একই সঙ্গে আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেন।

এর আগে, গত ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচারিক আদালত। চার্জশিটভুক্ত অপর ছয় আসামিরা হলেন- সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। বর্তমানে এ আট জনই কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত শেষ হওয়ায় গত বুধবার (৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী এ চার্জশিট জমা দেন। এতে জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটারে এক হাজার ৯৮৫টি ভুয়া রিপোর্ট ও ৩৪টি ভুয়া সার্টিফিকেট জব্দের কথা বলা হয়েছে।

এর আগে, গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। ওই ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকালে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনাকে গত ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। এরপর তারা কয়েক দফায় রিমান্ডে ছিলেন।

বিজ্ঞাপন

জাল সনদ জেকেজি হেলথ কেয়ার ডা. সাবরিনা ও আরিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর