করোনায় মৃত্যুতে ‘সেই’ চীনের পাশে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:২২
চীনের উহান থেকে সংক্রমণ শুরু। তারপর একে একে বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে যেখানে গত বছরের শেষ দিনে শনাক্ত হয়েছিল এই ভাইরাসের উপস্থিতি, বাংলাদেশে এর প্রথম সংক্রমণ শনাক্ত হয় দুই মাস ৮ দিন পর, গত ৮ মার্চ। মাস তিনেকের মধ্যে এই ভাইরাসের সংক্রমণের সংখ্যায় সেই চীনকে ছাড়িয়ে গিয়েছিল বাংলাদেশ। আরও তিন মাস পর এবার করোনায় মৃত্যুর সংখ্যাতেও চীনের পাশে বসেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতির গত ২৪ ঘণ্টার যে চিত্র তুলে ধরা হয়েছে, তাতে দেখা যায় এই সময়ে এই ভাইরাসে আক্রান্ত ৪১ জন মারা গেছেন। তাতে করে এই ভাইরাসে সংক্রমিত ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হলো দেশে।
আরও পড়ুন- মৃত্যু আরও ৪১ জনের, সুস্থতার হার ছাড়ালো ৭০%
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর এই সংখ্যা এখন করোনাভাইরাসের উৎপত্তিস্থল সেই চীনের সমান!বিভিন্ন দেশের করোনাভাইরাস সংক্রমণের তথ্যের রেকর্ড রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, গত মে মাসের মাঝামাঝি সময় থেকেই চীনে করোনায় মৃত্যুর সংখ্যাও ৪ হাজার ৬৩৪ জনে আটকে রয়েছে। অর্থাৎ ওই সময়ের পর থেকে নতুন করে কেউ চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বলা হচ্ছিল ৩ হাজার ৩৪২ জন। ওই দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নতুন করে হিসাব করে চীন সরকার। পরদিন ১৭ এপ্রিল ঘোষণা দেওয়া হয়, করোনায় মৃত্যুর ‘প্রকৃত’ সংখ্যা হবে ৪ হাজার ৬৩২ জন। এরপর গত ২৭ এপ্রিল একজন এবং ১৬ মে আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যায় চীনে। তাতে করে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৪ হাজার ৬৩৪ জনে। নতুন করে আর কেউ করোনায় মারা না গেলে চীনে করোনায় মৃত্যুর সংখ্যা সেই ৪ হাজার ৬৩৪ জনেই স্থির হয়ে রয়েছে।
বাংলাদেশে অবশ্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত মে মাসে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৪৮২ জন। এরপর জুন মাসে ১ হাজার ১৯৭ জন মারা যান করোনায় আক্রান্ত হয়ে। জুলাই মাসে এই সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। আর সবশেষ আগস্টে মারা গেছেন ১ হাজার ১৭০ জন। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেও ৩৫৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। সে হিসাবে এই মাসেও প্রতিদিন গড়ে করোনায় মারা গেছেন প্রায় ৩৫ জন। আজ ১০ সেপ্টেম্বর, দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হওয়ার ছয় মাস দুই দিন পর এই সংখ্যা করোনার উৎপত্তিস্থল সেই চীনের সমান হয়ে গেল।
এর আগে, গত ১৩ জুন করোনা সংক্রমণের সংখ্যায় চীনকে পেরিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওই দিন চীনে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৮৩ হাজার ৭৫ জন। আর আগের ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৮৫৬ জন শনাক্ত মিলিয়ে বাংলাদেশে করোনা সংক্রমিত ব্যক্তি ছিলেন ৮৪ হাজার ৩৭৯ জন।
এদিকে, ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন করোনা সংক্রমিত ব্যক্তি নিয়ে বাংলাদেশ বিশ্বের মধ্যে পঞ্চদশ স্থানে রয়েছে। সবচেয়ে বেশি প্রায় সাড়ে ৬৫ লাখ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় মৃত্যুর সংখ্যাতেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন।
৪৪ লাখেরও বেশি সংক্রমিত ব্যক্তি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে প্রায় ৪২ লাখ মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে মৃতের সংখ্যায় এগিয়ে ব্রাজিল। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। ভারতের ৭৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনায়।
করোনাভাইরাস করোনাভাইরাসের উৎপত্তিস্থল করোনায় মৃত্যু কোভিড-১৯ চীনে করোনাভাইরাস টপ নিউজ