নির্বাচনকালীন নাশকতার মামলায় বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে
১০ সেপ্টেম্বর ২০২০ ২১:১৩
চট্টগ্রাম ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দায়ের হওয়া নাশকতার ১৩টি মামলায় বিএনপির ৩০ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এসব মামলায় অভিযুক্তদের মধ্যে ১৫ জনকে জামিন দিয়েছেন আদালত। এছাড়া আরও ২৫ জনকে ১০ দিন করে সময় দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী।
২০১৮ সালে বায়েজিদ বোস্তামি থানায় দায়ের হওয়া ১১টি মামলায় ৬৮ জন এবং চান্দগাঁও থানায় দায়ের হওয়া ২টি মামলায় দু’জন আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে বায়েজিদের ২৮ জন এবং চান্দগাঁও থানার ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী সারাবাংলাকে জানান, আসামিদের সবাই উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে নির্দেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পিপি এর বিরোধিতা করেন। আদালত ৩০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বয়স ও অসুস্থতা বিবেচনায় ১৫ জনকে জামিন দেন এবং ২৫ জনকে আবেদনের প্রেক্ষিতে ১০ দিনের সময় দেন। তাদের ১০ দিন পর আদালতে হাজির হতে বলা হয়েছে।
কারাগারে যাওয়াদের মধ্যে বায়েজিদ বোস্তামি থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, যুগ্ম সম্পাদক আবসার উদ্দিন, ক্রীড়া সম্পাদক লিয়াকত আলী জসীম, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আলম, সহ-সভাপতি নেজামউদ্দিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আছেন।
আসামিপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছিল। এসব মামলার কোনো ভিত্তি নেই। শুধুমাত্র হয়রানির উদ্দেশে এসব মামলা করা হয়েছিল। যাদের অভিযুক্ত করা হয়েছে, তারা ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশ মেনে তারা নিম্ন আদালতে হাজির হয়েছিলেন।’
এ নিয়ে গত চারদিনে বিএনপি-যুবদল- স্বেচ্ছাসেবক দলের মোট ৫০ নেতাকর্মীকে নাশকতার বিভিন্ন মামলায় কারাগারে পাঠানো হয়েছে।