নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলা সিআইডিতে
১০ সেপ্টেম্বর ২০২০ ২২:০২
নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির একটি দল ঘটনাস্থলও পরির্দশন করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি’র পরির্দশক বাবুল হোসেন জানান, ‘আমাদের ঊর্ধ্বতন কমকর্তারা মামলাটি পুলিশের কাছ থেকে বুঝে নিয়েছেন। তারা আমাকে এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন।
না.গঞ্জের মসজিদে বিস্ফোরণ: মৃত বেড়ে ৩১
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল ঘুরে দেখলাম, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, ফতুল্লার মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত মামলা দায়ের করে। বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ বাইতুস সালাত জামে মসজিদ মসজিদে বিস্ফোরণ সিআইডি