Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে, চালক নিহত


১১ সেপ্টেম্বর ২০২০ ০০:১৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা (স্থানীয়ভাবে মাহেন্দ্র গাড়ি নামে পরিচিত) খাদে পড়ে গেলে চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের হীরণের খিলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক রানাবুল ইসলাম (২৪) ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কইল থানার কামালপুর গ্রামের রবি ইসলামের ছেলে। পরিবারসহ সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় চালককে গাড়ির নিচ থেকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রানাবুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

চালক নিহত নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সিএনজি অটোরিকশা সিরাজদিখান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর