Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


১১ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৫

সাভার: আশুলিয়ার জহরচন্দ্রা গ্রামে অভিযান চালিয়ে এক হাজার বাড়ির অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে  তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবউশন কোম্পানি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ কাজে তিতাসের প্রায় পঞ্চাশ সদস্যের একদল শ্রমিক অংশ নেন।

প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও প্রকাশ্যে আবারও সংযোগ দিচ্ছেন প্রভাবশালীরা। কিছুদিন যেতে না যেতেই বিচ্ছিন্ন করা সংযোগস্থলেই নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি বৈধ‌ গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন পর্যাপ্ত গ্যাস পেতে।

বিজ্ঞাপন

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

অবৈধ গ্যাস সংযোগ আশুলিয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর