Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাদার কবরের বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতির মৃত্যু


১১ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৬

চাঁদপুর: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রুস্তম খান (৮০) মারা গেছেন। মরদেহ দাফনের জন্য বাঁশ কাটতে যান নাতি জামাল খান। বাঁশঝাড়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয় জামাল খানের। চাঁদপুরে হাজীগঞ্জ পৌরসভার ধেররা গ্রামে বুধবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম খান বুধবার বিকালে বার্ধক্যজনিত কারণে মারা যান।  রুস্তম খানের নাতি ও পিকআপ ভ্যানচালক জামাল খান দাফনের জন্য বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হন জামাল খান এবং আধাঘন্টা পরেই মৃত্যু হয় তার।

বুধবার রাতেই রুস্তম খানকে দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দাফন হয় জামাল খানের।

হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুব উল আলম লিপন এমন মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনা সম্পর্কে গণমাধ্যমকে তিনি জানান, স্কুল শিক্ষক রুস্তম খান প্রবীণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যু স্বাভাবিক হলেও নাতি জামাল খানের মৃত্যু গোটা পরিবারকে শোকাহত করেছে। মেয়র তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবারটিকে হাজীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

চাঁদপুর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর