মিরপুরে অস্ত্রসহ গ্রেফতার ২ ছিনতাইকারী
১১ সেপ্টেম্বর ২০২০ ১৬:১১
ঢাকা: রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ন (র্যাব)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক এডিআইজি মোজাম্মেল হক সারাবাংলাকে জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেফতার করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। গ্রেফতার দু’জন হলেন— আরিফুল ইসলাম জয় ওরফে চাক্কু আরিফ ও জোবায়ের হোসেন।
র্যাব-৪ এর অধিনায়ক এডিআইজি মোজাম্মেল হক বলেন, রাজধানীর মিরপুর-১২ নম্বরের বেগম রোকেয়া সড়কের পাশে অভিযান চালিয়ে শুটার গান, দুধারি ছোরা, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দু’জনের ররাত দিয়ে তিনি বলেন, তারা অস্ত্র দেখিয়ে সংঘবদ্ধভাবে রাজধানী মিরপুর, আমিনবাজার, বেড়িবাঁধ, রূপনগর, পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। অস্ত্রধারী হওয়ায় সাধারণ মানুষরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারত না। এমনকি কেউ কোনো কথা বললেও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখাত। তাদের বিরুদ্ধে পল্লবী, রুপনগর ও মিরপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।