সরকারি জমি দখলের চেষ্টা, সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি
১১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৫
ঢাকা: ঢাকার বিরুলিয়ার শ্যামপুরে সরকারি জমি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করায় শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন এক সাংবাদিক। লাঞ্ছনার শিকার মো. শাহীনুর ইসলাম নয়ন সাপ্তাহিক দুর্নীতি সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার।
শারীরিক লাঞ্ছনার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় ওই সাংবাদিক সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী ওই সাংবাদিক সারাবাংলাকে জানান, গত ২২ আগস্ট শ্যামপুরে সরকারি সাইনবোর্ড পুড়িয়ে জমি দখলের চেষ্টা চালান ওয়াসারা মাস্টার রোলের কর্মচারী হারুন-অর-রশীদ, স্থানীয় দখলদার মফিজুল, কুতুব হিলালী, শ্যামপুর আবাসনের নেতা মোহাম্মদ আজিজ ওরফে কালা আজিজসহ ২০-২৫ জনের একটি দল। এ সময় সাপ্তাহিক দুর্নীতি সমাচার-পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. শাহীনুর ইসলাম নয়ন ঘটনাস্থলে সরকারি জমি দখলের ছবি সংগ্রহ করেন। এতে তারা নয়নের ওপর হামলা চালান।
নয়নের অভিযোগ, তার ক্যামেরার মেমোরি কার্ড কেড়ে নেওয়া হয়। পাশাপাশি জমি দখলের সব প্রমাণ ছিনিয়ে নেয় তারা। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে দখলদাররা নয়নকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাস্থল থেকে শাওন নামে এক যুবক সাংবাদিক নয়নকে উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহত নয়ন সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।
প্রাণনাশের হুমকি পাওয়ার পর সাংবাদিক নয়ন সাভার থানায় জিডি করেন। জিডি নম্বর: ৮৮৫।
জিডি করার কারণে ভূমি দখলদাররা নয়নের ওপর চড়াও হন। গত ১০ সেপ্টেম্বর পেশাগত কাজে শ্যামপুরের আবাসনে মোশারফের চায়ের দোকানে যান সাংবাদিক নয়ন! ক্ষোভের জেরে স্থানীয় আবাসন নেতা আজিজ এসে নয়নকে গালিগালাজ করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।
নয়নের জিডির বিষয়ে সাভার থানার এস আই অপূর্ব দত্ত বলেন, ‘এরইমধ্যে জিডির অনুসন্ধান শুরু হয়েছে। ঘটনাস্থলেও গিয়েছিলাম। তথ্য শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’