Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-চীন সীমান্ত উত্তেজনা কমছে- ২ পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি


১১ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৭

মস্কোতে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের পর, যত দ্রুত সম্ভব লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে দুই দেশের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। খবর রয়টার্স।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাশিয়ার মস্কোতে এক সম্মেলনের সাইডলাইনে আলোচনায় বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি। সেই আলোচনায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থানে থাকা লাদাখ সীমান্ত প্রসঙ্গ প্রাধান্য পায়।

এদিকে, শুক্রবার প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে জানানো হয়েছে – ভারত এবং চীন উভয়পক্ষই সংলাপের মাধ্যমে তাদের সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে নেবে। অনতিবিলম্বে দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থান থেকে নিজ নিজ ব্যারাকে ফিরে যাবে এবং সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট হবে।

প্রসঙ্গত, ৪৫ বছর আগেকার একটি প্রটোকল ভেঙ্গে ভারত ও চীনের মধ্যকার লাদাখ সীমান্তের প্যাংগং লেক অঞ্চলে গুলির ঘটনা ঘটেছে। গুলি চালানোর ব্যাপারে দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। ওই ঘটনার পর থেকে কয়েকটি পয়েন্টে ২০০ মিটারেরও কম দূরত্বে অবস্থান নিয়ে ছিল দুই দেশের সেনাবাহিনী।

এস জয়শঙ্কর চীন টপ নিউজ ভারত মস্কো রাশিয়া সেনাবাহিনী

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর