Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাট ফাঁকি, সোনালি ব্র্যান্ডের এক ট্রাক মশার কয়েল জব্দ


১১ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৮

ঢাকা: ভ্যাট ফাঁকির অভিযোগে সোনালি ব্যান্ডের এক ট্রাক মশার কয়েল জব্দ করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটি মিজিমিজির শারমিন কেমিকেল ওয়ার্কসের কারখানা থেকে রাতে কুমিল্লার দিকে রওয়ানা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল রাতেই মিজিমিজি এলাকায় ট্রাকের গতিরোধ করে কাগজপত্র যাচাই করে দেখতে পায় যে পণ্যের ভ্যাট না দিয়ে তা কারখানা থেকে বের করা হয়েছে। এই ট্রাকে শারমিন কেমিকেল ওয়ার্কসের ১৪৪ কার্টন সোনালি ব্র্যান্ডের মশার কয়েল পরিবহন করা হয়। ট্রাকে একটা ভুয়া ভ্যাট চালানও ছিল।

বিজ্ঞাপন

মইনুল খান আরও জানান, আটক ট্রাক ও জব্দ পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে। একইসঙ্গে পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও ভ্যাট গোয়েন্দার দল এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা করেছে।

ভ্যাট গোয়েন্দা শুল্ক ফাঁকি সোনালি ব্র্যান্ডের মশার কয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর