Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোহাগড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা


১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩৯

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে।

পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সঙ্গে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে ঝড়– ফকিরের বাড়ির সামনে পৌঁছলে প্রতিপক্ষ সোহেল খানসহ দূর্বৃত্তরা মোটরসাইকেলে এসে রেজোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাত ৯টার দিকে সোহেলকে মৃত ঘোষণা করে।

নিহত রেজোয়ানের ভাই রানা শেখ জানান, সোহেল খানসহ ৭/৮ জন দুর্বৃত্ত আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিঘলিয়া গ্রামের ঝড়– ফকিরের ছেলে শিমুল ফকিরকে (২২) আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কুপিয়ে হত্যা নড়াইল লোহাগড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর