Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ থেকে আনা নষ্ট খাদ্যসামগ্রী নতুন প্যাকেটে বিক্রি


১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিদেশ থেকে আমদানি করা চিকেন ফ্র্যাং, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মেয়াদ শেষ হলে সেগুলো কিনে এনে নতুন করে মেয়াদ বাড়িয়ে প্যাকেটিং করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারের খান হোটেলের দোতলার একটি গোডাউন ভাড়া নিয়ে চলছিল এই কাজ। এসব মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ‘কমলা টেডার্স’ নামে একটি দোকানে পাইকারি ও খুচরা দামে বিক্রিও করা হচ্ছিল।

শুক্রবার সকাল থেকে রাত নয়টা পর্যন্ত কারওয়ান বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় ১০লাখ টাকার বেশি মূল্যের চিকেন ফ্র্যাং, ফ্রেঞ্চ ফ্রাই, চিজ, ঘি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এদিকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর আগে কারওয়ান বাজার মাছের বাজারে অভিযান চালিয়ে দুই টন বিদেশি মাগুর, পিনারহা মাছ ও রং মিশ্রিত কয়েক মণ মাছ জব্দ করা হয়। এ সময় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘শিশুসহ সব বয়সীদের পছন্দের তালিকায় রয়েছে চিকেন ফ্র্যাং ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খাবার। এগুলো বাচ্চারা বেশি করে খায়। কারওয়ান বাজারের অভিযানে জব্দ করা গুদাম বা হিমায়িত যেসব প্রোডাক্ট পাওয়া গেছে সবই মেয়াদোত্তীর্ণ। এগুলো তারা আবার রিপ্যাক করে। যেমন একটা প্যাকেটে দেখা গেছে, (যার নম্বর ১৮/৩০ ৬/২ এর) উৎপাদন ডেট দেওয়া আছে ২৪-০১-২০২০ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া আছে ২৫-০৯-২০২১। এই প্রোডাক্টগুলো নেদারল্যান্ডের। মেয়াদ শেষ হবার পর তারা নতুন করে প্যাকেটিং করেছিল। যেগুলো এখানে বসেই রিপ্যাক করা হয়েছে। এই পণ্যগুলো কমলা টেডার্স আবার খুচরা বাজারে বিক্রি করে।

সারওয়ার আলম আরও বলেন, ‘এ অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যদিও এর মূল মালিক পলাতক এবং তারা মারাত্মক অপরাধ করেছে। মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।’

অভিযান কারওয়ানবাজার চিকেন ফ্রাই চিকেন ফ্র্যাং টপ নিউজ র‍্যাব