Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেটকার তল্লাশিতে মিলল ৭৭ হাজার ইয়াবা, গ্রেফতার ২


১২ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭৭ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সেইসঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার শান্তিরহাটে প্রাইভেটকারটিতে তল্লাশি চালান র‌্যাব সদস্যরা।

গ্রেফতার দুজন হলেন- ইমাম হোসেন মজুমদার (২৬) ও গাড়িচালক মীর হোসেন (২৯)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান সারাবাংলাকে জানান, তল্লাশির সময় প্রাইভেটকারটির দরজার সঙ্গে বিশেষ কৌশলে রাখা ৭৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় গ্রেফতার দুজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তৃতীয় দফায় তারা চট্টগ্রাম নগরীতে ইয়াবা নিচ্ছিলেন। এর আগেও দুবার তারা কক্সবাজার থেকে ইয়াবা নেন।

তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইয়াবা টপ নিউজ তল্লাশি প্রাইভেটকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর