Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু


১২ সেপ্টেম্বর ২০২০ ২১:০১

ঢাকা: করোনাভাইরাসে মারা গেলেন ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন‌টে‌লি‌জেন্স ব্র্যাঞ্চ অন ফাদার অব দ্য নেশন’ তৈরির সঙ্গে যুক্ত থাকা পুলিশ সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী। তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আজিজ চৌধুরী ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্র্যাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি তৈরির কাজে যুক্ত ছিলেন। তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্পেশাল ব্র্যাঞ্চে যোগদান করেন ২০০২ সালের ২৭ আগস্ট। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শীতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে।’

আজিজ ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দ নগর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

করোনা পুলিশ সুপার মৃত্যু সিক্রেটস ডকুমেন্টস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর