Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় স্থানীয় সরকার নির্বাচন: ক্ষমতাসীনদের ‘অগ্নিপরীক্ষা’


১৩ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়াজুড়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনকে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির জন্য অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর বিবিসি।

এর আগে, নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে জনসমাগম এড়াতে সেপ্টেম্বরের ১১ এবং ১২ তারিখেও রাশিয়ানরা এই নির্বাচনে ভোট দিয়েছেন।

তবে, রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচনের খুব গুরুত্বপূর্ণ দিন বলে জানিয়েছেন মস্কো থেকে বিবিসি’র সংবাদদাতা। ১১টি ভিন্ন টাইমজোনের ভোটাররা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, রাশিয়ার এই স্থানীয় সরকার নির্বাচনে এক লাখ ৬০ হাজার জন প্রার্থী হয়েছেন। ৫৬ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। রাশিয়ার সংবিধান সংশোধনের ব্যাপারে জুলাইয়ের গণভোটের পর এই প্রথম সেখানে কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে এই নির্বাচনকে আগামী বছর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের ‘ড্রেস রিহার্সেল’ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

অন্যদিকে, ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির বিরুদ্ধে বিরোধী মতামত দমন, পেনশন সংস্কার, আয়ের নিম্নমুখীতা, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

আর এমন এক সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার কিছুদিন আগেই রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির ওপর নোভিচক বিষ প্রয়োগ করা হয়েছে। বর্তমানে, তিনি বার্লিনে একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার সমর্থকদের দাবি, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে। যদিও, ক্রেমলিন নাভালনি সমর্থকদের ওই অভিযোগ অস্বীকার করেছে।

অ্যালেক্সি নাভালনি ইউনাইটেড রাশিয়া পার্টি ভ্লাদিমির পুতিন রাশিয়া স্থানীয় সরকার নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর