শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ রুটে সীমিত পরিসরে চলছে ফেরি
১৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫২
ঢাকা: পদ্মানদীতে নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবার থেকে নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করে। তবে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকেও ৫টি কে টাইপ (ছোট) ফেরি চলাচল শুরু করেছে বিআইডাব্লিটিসি। বর্তমানে নৌরুটে বড় ও ছোট মোট ১৪টি ফেরি চলাচল করে।
নাব্য সংকটের কারণে চ্যনেলের শুরু ও চ্যনেলে বিভিন্ন স্থানে পানি কম থাকায় স্বল্প পরিসরে পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে।
এ বিষয়ে শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, কয়েকদিন যাবত ফেরি চলাচল বন্ধ ছিল। নাব্য সংকট সমাধানে চ্যনেলে ড্রেজি লরে পলি অপসারণ করে ফেরি চলাচল করে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে। চ্যনেলে পানি কম থাকায় এখনও বড় ফেরি (রো রো) চলাচল করছে না। ঘাট এলাকায় শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। যা বেশি ভাগই মালবাহী ট্রাক জানান বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক ফয়সাল আহমেদ।