দেশে আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪৭৬
১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৬
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৭৬ জন।
রোববার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববার সকাল আটটা পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন তিন লাখ ৩৭ হাজার ৫২০ জন। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট চার হাজার ৭৩৩ জনের।
এদিকে, আইইডিসিআরের হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ৩৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৪০ হাজার ৬৪৩ জন হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪ ল্যাবে ১২ হাজার ৯৯৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি নমুনা।
এছাড়াও, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৩০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪০ শতাংশ – বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ছয় জন। তাদের মধ্যে ২৮ জন হাসপাতালে এবং তিন জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের, দুই জন করে মোট ছয় জন রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের এবং এক জন করে মোট দুই জন খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।