বোনকে বাঁচাতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থী বড় ভাইয়ের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৭
নারায়ণগঞ্জ: বোনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বড় ভাই। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পৌর এলাকার কৃষ্ণপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম অর্পন চক্রবর্তী (১৮), সে সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার। অর্পন সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের কুমকুম চক্রবর্তীর একমাত্র ছেলে।
পারিবারিক সূত্র জানা যায়, উপজেলার সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় পল্লী বিদ্যুৎতের মেইনলাইন তাদের ঘরের চালের ওপর দিয়ে টেনে নেওয়া হয়েছে। ফলে বাতাসে টিনের চালের সাথে বিদ্যুতের তারের ঘর্ষণে তার ছিদ্র হয়ে পুরো ঘর বিদ্যুৎতায়িত হয়ে পড়ে।
রোববার সকালে অর্পনের চাচাতো ছোট বোন ঐশি আঙ্গিনায় ভেজা কাপড় মেলতে গেলে সে প্রথমে বিদ্যুতাড়িত হয়ে পড়ে। এসময় ছোট বোনকে বাচাঁতে গিয়ে অর্পন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় কৃষ্ণপুরা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে, পল্লী বিদ্যুতের দায়িত্ব অবহেলার কারণে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার পরিবার মামলা করার প্রস্তুতি গ্রহণ করছে বলে তার পারিবারিক সূত্র জানায়।