বিমানের অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল
১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৬
ঢাকা: করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস বন্ধ ছিল দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। আর জুনে ফ্লাইট চালু হওয়ার সময় বিমান সংস্থাগুলোকে ৭৫ শতাংশ যাত্রী পরিবহনের একটি শর্ত জুড়ে দেওয়া হয়। অবশেষে সেই শর্ত তথা নিষেধাজ্ঞা শিথিল করল সিভিল এভিয়েশন।
রোববার (১৩ সেপ্টেম্বর) থেকেই দেশের অভ্যন্তরীণ রুটে বিমানগুলো পাশাপাশি যাত্রী পরিবহন করছে বলে জানা গেছে।
এ বিষয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘করোনার কারণে অভ্যন্তরীণ রুটে মাচের্র শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এরপর জুনে ফ্লাইট চালু হলে বিমানগুলোতে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ৭৫ শতাংশ যাত্রী বহনের শর্ত দেওয়া হয়। এটি শতভাগ যাত্রী পরিবহনে একটি নিষেধাজ্ঞাও বলা যেতে পারে। আমরা সেই নিষেধাজ্ঞা শিথিল করেছি।’
তিনি বলেন, ‘তবে বিমানে পেছনে দুইটা সারি খালি রাখতে হবে। সেইসঙ্গে যাত্রীদের ফেইসগার্ড পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এটি বিমান থেকে দেওয়া হবে। অন্যদিকে দুই সারি ফাঁকা রাখার কারণ হলো- কোনো যাত্রী অস্বস্থি বোধ করলে তাকে পেছনের সারিতে দেওয়া হবে।’