Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে ৩৯ বিদেশি আটক


১১ মার্চ ২০১৮ ১৫:০৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: বাংলাদেশে ট্যুরিস্ট ভিসায় আসা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৩৯ নাগরিককে আটক করেছে পুলিশ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করে পুলিশ।

রোববার (১১ মার্চ) দুপুর ১২টায় উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স ও মালয়েশিয়ার নাগরিক।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ৩৯ বিদেশি নাগরিককে কক্সবাজার মহাসড়কের মালভিটা তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে আটক করা হয়। তারা রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন কাজে কর্মরত।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে ওই ৩৯ বিদেশি নাগরিক। রোহিঙ্গা ক্যাম্পে কাজের অনুমতি না থাকায় তাদের আটক করা হয়।

তিনি জানান,দুপুর আড়াইটায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।এ সময় এসব বিদেশী  এসব নাগরিক ওয়ার্ক পারমিটসহ সাথে প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখবেন  এই শর্তে  মুচলেকা দেন।

সারাবাংলা/ এমএইচ/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর