Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানে ছিল মোবাইল, ট্রেনে কাটা পড়ে মারা গেলেন যুবক


১৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মহাখালীর আমতলী রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আলী শাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক মুঠোফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর রেল-স্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাখালী আমতলীতে মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন পার হচ্ছিলেন এক যুবক। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

এএসআই মহিউদ্দিন আরও বলেন, ‘নিহত যুবকের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় পাওয়া গেছে। তার নাম আলীশাহ (২৫) বাবার নাম জহিরুল ইসলাম। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায়।

বিজ্ঞাপন

ওই যুবক মিরপুরের বড়বাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। পাশাপাশি তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আমতলি টপ নিউজ মহাখালী রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর