Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভর্তি বিজ্ঞপ্তিতে মুসলিম-অমুসলিম পৃথক ফি নিয়ে বিভ্রান্তি


১৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে শতবছরের পুরনো একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মুসলিম-অমুসলিম হিসেবে বিভক্ত করে ভর্তি ফি নির্ধারণ করায় বিভ্রান্তি ছড়িয়েছে তাদের মধ্যে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মুসলিম ধর্মাবলম্বীদের কাছ থেকে মসজিদের জন্য বাড়তি ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মুসলিম ও অমুসলিম হিসেবে ভাগ করা হয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের দেওয়া নোটিশে এর কোনো উল্লেখ নেই।

বিজ্ঞাপন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় স্যার আশুতোষ সরকারি কলেজে এই ঘটনা ঘটেছে। মুসলিম-অমুসলিম বিভাজন তৈরি করে ভর্তির নোটিশ দেওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানা গেছে।

গতকাল ১৩ সেপ্টেম্বর থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। ভর্তির আগেই স্যার আশুতোষ সরকারি কলেজের ১০ সেপ্টেম্বরের এক নোটিশে বলা হয়েছে, বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য মুসলিম ছাত্র-ছাত্রীদের ২৬০১ টাকা এবং অমুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য ২৫৫১ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা ও মানবিকে ভর্তির ক্ষেত্রে মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য ২৩৪১ টাকা এবং অমুসলিমদের জন্য ২২৯১ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

জানতে চাইলে স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ ড. পার্থপ্রতীম ধর সারাবাংলাকে বলেন, ‘মুসলিম ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মসজিদের জন্য ৫০ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। এটা মন্ত্রণালয়ের পরিপত্র আছে। সে হিসাবে নেওয়া হচ্ছে। বাড়তি কোনো টাকা নেওয়া হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিমদের জন্য মসজিদ আছে, তাই তাদের কাছ থেকে নেওয়া হয়। অমুসলিমদের যেহেতু কোনো উপাসনালয় কলেজে নেই, তাই তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না।’

নোটিশে বিষয়টি উল্লেখ করা হয়নি কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘নোটিশে বলা হয়নি। কিন্তু রসিদে খাতওয়ারি টাকার বিবরণ উল্লেখ আছে। আর এটা এবার নতুন নয়। কয়েকবছর ধরেই এভাবে নোটিশ দেওয়া হচ্ছে।’

বিষয়টি জানার পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সারাবাংলাকে বলেন, ‘আমি সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। নোটিশে বিষয়টি পরিষ্কার করা দরকার ছিল। সেটা করলে কোনো প্রশ্ন তৈরি হতো না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

বিজ্ঞাপন

একাদশে ভর্তি পৃথক ভর্তি ফি ভর্তি ফি ভর্তি বিজ্ঞপ্তি মুসলিম-অমুসলিম বিভক্তি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর