Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের ২টি উপশাখা উদ্বোধন করলেন গোলাম মর্তুজা পাপ্পা


১৫ সেপ্টেম্বর ২০২০ ০০:৪১

ঢাকা: নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ ও নর‌সিংদীর পলাশ থানায় যমুনা ব্যাংকের দুটি উপশাখা উদ্বোধন করেছেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক লি‌মি‌টে‌ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এর মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) রূপগঞ্জের ভক্তবা‌ড়ি বাজারের উপশাখাটি (যমুনা ব্যাংক, রূপগঞ্জ শাখার অধীনে) উদ্বোধন করেন দুপুরে।

ভক্তবা‌ড়ি বাজা‌রে এ উপশাখার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, ‘২০০৯ সালের আগে রূপগঞ্জে খুবই কম বেসরকারি ব্যাংকের শাখা ছিল। তারাব থেকে শুরু হয়ে বর্তমানে রূপগঞ্জে যমুনা ব্যাংকের আটটি শাখা রয়েছে। প্রত্যেকটি শাখাই লাভজনক। যমুনা ব্যাংক একটি আধুনিক ব্যাংক। ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটি চলে। আমার প্রিয় রূপগঞ্জের সবাইকে বলব, আপনার যমুনা ব্যাংকের সেবা নেবেন।’

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক কার্যকরী সদস্য এমা‌য়েত হো‌সেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপ‌জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুমসহ যমুনা ব্যাংকের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এদিকে একই দিন বিকেলে নর‌সিংদীর পলাশ থানার ডাংগা বাজার এলাকায় যমুনা ব্যাংকে উপ-শাখা (আতলাপুর শাখার অধীনে) উদ্বোধন ক‌রেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এ সময় যমুনা ব্যাংকের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপশাখা গাজী গোলাম মর্তুজা পাপ্পা যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর