Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন্দীপাড়ায় চোরের চাপাতির আঘাতে গৃহবধূর মৃত্যু


১৫ সেপ্টেম্বর ২০২০ ০৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর সবুজবাগ নন্দীপাড়া এলাকায় চোরের চাপাতির আঘাতে জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। এই ঘটনায় মনির (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নন্দীপাড়া লাল মসজিদ সংলগ্ন ৭তলা বাড়ির চার তলায় এই ঘটনা ঘটে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর স্বামীর নাম মোস্তাফিজ। তিনি এক সন্তান ও স্ত্রী জান্নাতুলকে নিয়ে ওই বাড়ির চার তলায় থাকেন। আনুমানিক রাত ৯টার দিকে মনির নামের ওই চোর ঘরে প্রবেশ করে।

ওসি জানান, ধারণা করা হচ্ছে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস ঘরে চোর ঢোকার বিষয়টি টের পেয়ে গেলে বাসায় থাকা চাপাতি দিয়ে গৃহবধূর গলায় আঘাত করে চোর। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। একপর্যায়ে ছাদ থেকে পুলিশ চোর মনিরকে আটক করে।

বিজ্ঞাপন

নিহত নারীর গলায় আঘাত দেখে বোঝা যাচ্ছে যে চোর গৃহবধূকে চাপাতি দিয়ে জবাই করেছে। ঘটনার বিস্তারিত আরও জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর