Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান, ৫ পরিবহনে জরিমানা আদায়


১৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৩

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতে যাত্রী পরিবহনের জরিমানা ও পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় বাজার মনিটরিং করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। গুলিস্থান-টঙ্গিবাড়ি রুটের এস এস পরিবহনের ৩ টি গাড়ি ও যাত্রাবাড়ি- কুসুমপুর রুটের সিরাজদিখান পরিবহনের ২ টি গাড়িকে জরিমানা করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলা মোড় এলাকায় ৫টি যাত্রীবাহী গাড়িকে ১৮ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্টেট আশফিকুন নাহার।

বিজ্ঞাপন

এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার ও থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার খবরে বাজার মনিটরিং করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, পত্রিকার খবর পড়েই দোকানিরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। বাজার যাতে অস্থির হয় এবং ভোক্তারা যেন হয়রানি না হয় এজন্য বাজার মনিটরিং করা হয়। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় ও যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন ঠিক না থাকায় ৫ টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।

মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর