ঢাকা: বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনের সব সিটের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।
রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান জানান, সকল স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইনে এবং ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হবে।